Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দায়েশ 'খেলাফতের' চূড়ান্ত পতনের ঘোষণা দিল সিরিয়ার কুর্দিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


তাকফির ই সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত 'খেলাফতের' চূড়ান্ত পতন ঘটেছে বলে ঘোষণা  দিয়েছেন সিরিয়ার কুর্দিরা।

শনিবার (২৩ মার্চ) দায়েশ জঙ্গিদের এই পতনের  ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, নদী তীরবর্তী বাগয়াজ গ্রামে নানা দেশের দায়েশ সন্ত্রাসী জঙ্গিরা সমবেত হয়েছিল এবং নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টাও চালিয়েছিল। কিন্তু তাতে কোন লাভ হয়নি।

এই বিষয়ে সিরিয় কুর্দিদের মুখপাত্র মুস্তেফা বালি বলেন, দায়েশের কথিত 'খেলাফতের' একশ ভাগ উৎখাত হয়েছে বলে ঘোষণা করছে সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী বা এসডিএফ। বাগয়াজ উদ্ধারের মধ্য দিয়ে সিরিয়ার সরকারি ব্যবস্থায় কুর্দিদের ফিরে যাওয়ার পথে শেষ বাধাটিও অপসারিত হলো।

Bootstrap Image Preview