Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লার রাজগঞ্জ বাজারে ৪০ দোকান আগুনে পুড়ে ছাই 

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:৫৯ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


কুমিল্লার গরীর দৈনিক রাজগঞ্জ বাজারে আগুনে ৪০টিরও বেশি দোকান পুড়ে গেছে।

শনিবার (২৩ মার্চ) রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে পাঁচ কোটি টাকার লোকসান হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস বাহিনীর সিনিয়র সহকারী স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, রাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমিল্লা, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে বাজারের ৪০টিরও বেশি দোকান পুড়ে যায়। এতে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানান।

Bootstrap Image Preview