Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কা, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:২৪ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:২৪ AM

bdmorning Image Preview


টাঙ্গাইলের বাসাইলে মোটর সাইকেল দুর্ঘটনায় শাওন খান (২৭) ও জামিল (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার কামুটিয়া গ্রামের লালখানের ছেলে শাওন খান (২৭) এবং একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)

জানা যায়, শাওন ও জামিল মোটর সাইকেলযোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারমান পদপ্রার্থী খান বাহাদুরের নির্বাচনী জনসভার  যাচ্ছিলেন। পথিমধ্যে তারা তালতলা এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।

এই বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, ওই দুই যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলো। পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই নিহত হয়েছে।

Bootstrap Image Preview