Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া এখন আইএস মুক্ত: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


সিরিয়ার সব অঞ্চল থেকে আইএস (ইসলামিক স্টেট) সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২২ মার্চ) ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে আগের এবং বর্তমানের দু'টি মানচিত্র তুলে ধরেন ট্রাম্প।

ওই দুটি মানচিত্রে দেখা গেছে, আগে সিরিয়াজুড়ে আইএসের আধিপত্য থাকলেও এখন তা একেবারেই নেই।

এ সময় ট্রাম্প বলেন, আপনারা দেখেন এই হলো আইএস। গতরাত পর্যন্ত অবস্থা হলো এই। বর্তমানে আমাদের কাছে যা আছে তা হলো এটা।

মানচিত্র নিয়ে ছবি তোলার পর ট্রাম্প মানচিত্র দু'টি একজন সাংবাদিকের হাতে তুলে দিয়ে বলেন, আপনারা এই মানচিত্র দু'টি নিতে পারেন। আপনারা এগুলো প্রচার করতে পারেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় আইএসের দৌরাত্ম্য আগের চেয়ে কমলেও তারা অঞ্চলটিতে এখনো আছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন গুহায় ইতোমধ্যে তাদের লুকিয়ে থাকার খবর পাওয়া গেছে। যদিও এখন ট্রাম্পের এই আইএস সম্পূর্ণ নির্মূলের বিষয়ে দেওয়া ঘোষণায় খানিকটা হলেও মার্কিন শিবিরে শান্তি ফিরেছে। 

 

 

 

 

 

Bootstrap Image Preview