Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কত টাকা দেনমোহরে বিয়ে করলেন মোস্তাফিজ ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।শুক্রবার (২২ মার্চ) সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে  নিজের মেজ মামা সাবেক ইউপি সদস্য মো. রওনাকুল ইসলাম বাবুর বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন ফিজ। বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে পাঁচ লাখ এক টাকা। 

জীবন সঙ্গী হিসাবে  মামাতো বোন সামিয়া ইয়াছমিন শিমুকে বেছে নিয়েছেন। শিমু বর্তমানে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।

মোস্তাফিজ যখন তারকা ক্রিকেটার না তখন থেকেই নাকি  তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। মোস্তাফিজ অধিকাংশ সময় মাছ ধরার নামে থাকতেন মামাদের বাড়িতে। সেই থেকে দুজনের মধ্যে চেনাজানা ও সম্পর্ক। পারিবারিকভাবে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়ে ছিলো। অবশেষে আজ পারিবারিক ভাবে চার হাত এক হলো তাদের। 

Bootstrap Image Preview