চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে হানিফ (৬০) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছে।
বৃসস্পতিবার (২১ মার্চ) বিকেল ৫টার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ।
জানা যায়, বেতুয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ফারহান লঞ্চটি। এসময় ফারহান লঞ্চটি কর্নফুলী লঞ্চটিকে অতিক্রমকালে কর্নফুলী লঞ্চের পিছন দিক দিয়ে ফারহান লঞ্চের সামনের সাইডে উঠার সময় ওই যাত্রী ঘাট সংলগ্ন নদীতে পড়ে যায়। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। ফলে নদীতে তলিয়ে যান ঐ যাত্রী।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ইমরান হোসেন বলেন ,উদ্ধার কাজ পরিচালনায় তারা বেতুয়া ঘাটে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হইনি।