Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোট বাড়াতেই মোদি সরকার পুলওয়ামায় সেনা হত্যা ঘটায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিজেপি নেতৃত্বাধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অখিলেশ যাদবের কাকা তথা সপা’র (সমাজবাদী পার্টি) শীর্ষস্থানীয় নেতা রাম গোপাল যাদব।

তাঁর দাবি, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানায় ৪০ জন আধাসামরিক বাহিনীর জওয়ানের নিহতের পিছনে এনডিএ সরকারের গভীর ষড়যন্ত্র কাজ করেছে।

বিজেপির ভোট বাড়াতেই এই হামলার ঘটনা ঘটতে দেওয়া হয়েছে- তার বক্তব্যে কৌশলে এমন অভিযোগ-ই করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এক জনসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনে সপা’র এই নেতা জানিয়েছেন, আগামী নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকার পরিবর্তন হলে পুলওয়ামার ঘটনা নিয়ে বিশদ তদন্ত করা হবে। 

রাম গোপাল অভিযোগ করে বলেন, এই প্রথম শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে কোনও তল্লাশির ব্যবস্থা ছাড়াই কেন্দ্রীয় বাহিনীর বিশাল কনভয়কে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তাঁর আরও অভিযোগ, একাধিক শীর্ষস্থানীয় সিআরপিএফ আধিকারিক অনুরোধ জানিয়েছিলেন, বায়ুপথে অথবা বিশেষ সুরক্ষিত যানে জওয়ানদের জম্মু পাঠানো হোক।

কিন্তু সে কথা কানে তোলেনি সরকার। উল্টো সাধারণ বাসে চাপিয়ে সিআরপিএফ কনভয়কে সড়কপথে জম্মু পাঠানোর পরিকল্পনা করা হয়। 

রাম গোপাল ঘোষণা দেন, কেন্দ্রে সরকার পরিবর্তন হলে এই বিষয়ে বিশদে অনুসন্ধান করা হবে।

Bootstrap Image Preview