Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মসজিদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


নিউজল্যান্ডে ক্রাইস্টচার্চে শুক্রবার দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহতের ঘটনায় ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রথম দিন অধ্যাপক সামাদ ও হোসনে আরার মরদেহ হস্তান্তর করা হয়েছে। অত্যন্ত গোপনীয়তার মধ্যে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ বাড়িতে পৌঁছে দেয়া হয়। 

আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর জানাযা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুজনকেই নিউজিল্যান্ডে দাফন করা হবে।

এদিকে ওমর ফারুক ও মোজাম্মেলের মরদেহ শুক্রবার (২২ মার্চ) হস্তান্তরের কথা রয়েছে। আর জাকারিয়ার ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয়ে হস্তান্তর করা হবে। তার স্ত্রী ক্রাইস্টচার্চ পৌঁছেছেন।

এছাড়া আহত রুবেল ও মোহতাসিনের অবস্থা উন্নতির দিকে। তবে তিনটি অপারেশনের পরও জ্ঞান ফেরেনি সাজেদা আক্তারের। যে দুটি মসজিদে হামলা হয়েছে সে দুটি মসজিদ বুধবার (২০ মার্চ) খুলে দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview