Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স’ বিমানের ব্লাক বক্স উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


১৮৯ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স’ মডেলের উড়োজাহাজটির ককপিটে থাকা ব্লাক বক্স উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া ভয়েস রেকর্ডারটিতে থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে রয়টার্স।

ভয়েস রেকর্ডারটিতে শোনা গেছে, উড়োজাহাজটির সহকারী পাইলট ‘আল্লাহু আকবর’ বলে ওঠেন, তৎক্ষণাৎ এটি কারাওয়াং সাগরে আছড়ে পড়ে। এরপর আর পাইলট বা অন্য কারও কোনো কথা শোনা যায়নি।

গত বছরের ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১৮৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। দেশটির ব্যাংকা দ্বীপের প্যাঙ্কাল পিন্যাংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল উড়োজাহাজটি। উড্ডয়নের ১৩ মিনিট পর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসার অনুমতি চাইলেও পাইলট তা পাননি।

কর্তৃপক্ষ এর আগে নিশ্চিত করেছে যে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগের দিন অন্য রুটে ওই একই বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছিলেন পাইলট।

Bootstrap Image Preview