Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে দেশের উন্নয়ন ও অগ্রগতি প্রচারণা শুরু  

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি প্রচারণা শুরু করেছে জেলা তথ্য অফিস।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, সুরাইয়া আক্তার কলি, স্থানীয় সুধীজন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা। 
 

Bootstrap Image Preview