Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


কৃষি নির্ভর এই দেশের প্রধান অর্থ আসে কৃষিখাত থেকে। জলবায়ু পরিবর্তন, মাঁটির উর্বরতা, অঞ্চলভেদ ও মৌসুম অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় চাষাবাদ করা হয় নানাবিধ ফসল। যার মধ্যে ধান, পাট, গম, আলু, কচুর লতি ও সবজি চাষাবাদ উল্লেখযোগ্য।

কচুর লতি চাষে বিখ্যাত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাকে এখন বলা হয় কচুর লতি রাজ পাঁচবিবি। দেশিয় চাহিদা পূরণ করে রপ্তানি হয় বিভিন্ন দেশে। 

তবে এবছর এসব ফসল চাষাবাদের পাশাপাশি ভুট্টা চাষে অধিক আগ্রহী হয়ে পড়েছে এখনকার প্রান্তিক কৃষকরা।

তাদের দাবি ধান পাট ও সবজি চাষে যে পরিমানের সার ও কীটনাশক ব্যাবহার করে যত খরচ হয় তার থেকে অনেক কম খরচে ভুট্টা চাষবাদ করে অধিক লাভ। উপজেলার সর্বত্র এখন ভুট্টার ক্ষেত দেখা যায়। এবছর উপজেলায় ৩'শ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম জানান। 


 

Bootstrap Image Preview