Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুন্দরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১১:১১ AM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১১:১১ AM

bdmorning Image Preview


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সুমি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে শাহানা নামে তার এক সহপাঠী।

বুধবার (২০মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমি আক্তার ওই ইউনিয়নের রামভদ্র জানেরপাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ওই দুই স্কুলছাত্রী বাইসাইকেল চালিয়ে জ্যোতি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে সুন্দনগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমি আক্তারের মৃত্যু হয়।

Bootstrap Image Preview