Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় আহত আরো ১০ জনের মৃত্যু হতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ৩২ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার হামলার ঘটনার সবশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য দফতর জানায়, আহত সবাই ক্রাইস্টচার্চের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে চার বছরের এক শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ও তার বাবাকে অকল্যান্ডের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রাইস্টচার্চে হামলার ভিডিও শেয়ারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা ভিডিও ছড়ানোর দায়ে দশ হাজার ডলার জরিমানার পাশাপাশি ১৪ বছর কারাদণ্ড দেয়ার কথা জানান দেশটির প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস। একইসঙ্গে শুক্রবারের হামলার ভিডিওটি শেয়ারকারীদের নাম ও তথ্য দিতেও ফেসবুক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview