Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রংপুরে বাস-কাভার্ডভ্যান ধাক্কায় নারীসহ নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


রংপুরের পীরগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

সোমবার রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন জানান, রাত ১টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ওপর দিকে ঢাকা থেকে জাকির পরিবহনের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় কাভার্ডভ্যানটি ওই বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন ১০ বাসযাত্রী, তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- পীরগঞ্জের প্রথম ডাঙ্গাগ্রামের শামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্লাকান্দি গ্রামের ঝর্ণা বেগম ও হেলপার (৩০) অজ্ঞাত। তবে হেলপারের বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।

Bootstrap Image Preview