Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাবনায় অতিরিক্ত মদ পানে বাবা-ছেলের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:৪৬ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview


পাবনার ঈশ্বরদী রেলগেটস্থ হরিজন পল্লীতে অতিরিক্ত বাংলা মদ পান করে একই দিনে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।

হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview