প্রতিদিনের মতো ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীরা যে যার শ্রেণিকক্ষে যায়। এ সময় হঠাৎ করে ৮ ছাত্রী অজ্ঞান হয়ে যায়। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রীরা হলো— নবম শ্রেণির শামীমা আক্তার, অষ্টম শ্রেণির সাবরিনা আক্তার, সপ্তম শ্রেণির রাজিয়া সুলতানা, নাজিফা আক্তার, সায়েরা আক্তার, তানিয়া আক্তার, উম্মে সুমাইয়া ও নাহিদা আক্তার।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীরা যে যার শ্রেণিকক্ষে যায়। নবম শ্রেণির কক্ষে শামীমা আক্তার নামে এক ছাত্রী অচেতন হয়ে পড়ে যায়। একই সময়ে সপ্তম ও অষ্টম শ্রেণির আরও ৭ ছাত্রী জ্ঞান হারিয়ে শ্রেণিকক্ষে পড়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদার বলেন, ‘কেন এমন হলো আমরা বুঝতে পারছি না। ছাত্রীরা অচেতন হওয়ার পরপরই আমি ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে ফোন করি। একই সময়ে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে ডা. শরফুদ্দিন মাহমুদ বিদ্যালয়ে আসেন।’
তিনি বলেন, ‘চিকিৎসক তাৎক্ষণিকভাবে ৮ ছাত্রীর চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে পাঠান।’
ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, ‘মনে হচ্ছে, ছাত্রীরা ম্যাস হিস্টরিয়ায় আক্রান্ত। এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে। মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হতে পারে।’
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার প্রমুখ।