Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুস্প অর্পণ, র‌্যালি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় দিবসটি পালন করা হয়।

সকালে চৌহালী সরকারি কলেজ কাঠাল বাগান চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আ.লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবু নজির মিয়া, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল ও ঘোড়জান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় সরকারের বিভিন্ন দফতরের প্রধান, দলীয় নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন কর্তৃক শিশুদের নিয়ে কেক কাটা হয়। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন চৌহালী শাখার আয়োজনে আজকের এই দিবসের ওপর শিশুদের চিত্রাংকন, হামদ-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Bootstrap Image Preview