Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মাহি আবার কিসের নায়িকা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে মিষ্টি জান্নাত অভিনীত নতুন ছবি ‘তুই আমার রানী’। এই সিনেমাতে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়ক সূর্যের বিপরীতে।

দুই বাংলা যৌথভাবে ‘তুই আমার রানি’ পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। প্রযোজনা করেছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্ট।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মাহিয়া মাহির সম্পর্কে মিষ্টি জান্নাত জানান, মাহির ‘অগ্নি’ দেখে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছি কিন্তু মাহিয়া মাহিকে আমার ‘হিরোইন’ মনে হয় না।

জান্নাত জানান, একজন হিরোইনের যেমনটা হওয়া উচিত, তিনি মোটেও তেমন না। মাহি আবার কিসের নায়িকা! 

তিনি আরও বলেন, ‘আমি মাহিয়া মাহিকে প্রথম দেখেছি জাজ মাল্টিমিডিয়ার অফিসে। দেখতে শুকনা ছিল। গায়ের রং কালো। প্রথম দেখায় পছন্দ করার কিছুই ছিল না।

জান্নাত বলেন, শুধু তা-ই নয়, বাপ্পিকেও নায়ক মনে হয়নি। তার ফিটনেসও ভালো ছিল না। তাদের দেখে আমি আবদুল আজিজ ভাইকে সরাসরি বলেছিলাম, তারা আপনাদের হিরো-হিরোইন! তাদের তো অনেক গ্রুমিং করাতে হবে।

Bootstrap Image Preview