Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেখে নিন আইপিএলে কোহলির নতুন হোয়ার স্টাইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


আগামী ২৩ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরকে সামনে রেখে শনিবার নিজ দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অধিনায়ক রিবাট কোহলি যোগ দিয়েছেন অনুশীলনে। সেখানে দেখা গেল তাকে নতুন হেয়ার স্টাইলে। 

আর মাত্র পাঁচ দিন পরেই মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরকে সামনে রেখে এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশ নেওয়া আটটি ফ্রঞ্চাইজি। প্রতিটি আইপিএল আসরে কোহলিকে দেখা যায় নতুন হেয়ার স্টাইল দিয়ে। সেই ধাবারাহিকতায় দেখা গেল এবারও। 

নতুন আসরকে সামনে রেখে শনিবার বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে নিজের প্রস্তুতি শুরু করেন কোহলি। এদিন তার স্ত্রী আনুষকা শর্মাকেও তার সঙ্গে দেখা যায়। সে সময়ই ক্যামেড়ার সামনে ধরা পড়ে কোহলির চুলের নতুন স্টাইল।শুধু চুলের স্টাইল বদলই নয়, চুলে হাইলাইটও করেছেন ভারতীয় অধিনায়ক। 

উল্লেখ্য, ২৩ মার্চ প্রথম ম্যাচেই কোহলি মুখোমুখি হচ্ছেন ধোনির চেন্নাইয়ের। 

Bootstrap Image Preview