Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


'কোন জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সপ্তাহ ব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত (৭দিন) জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। 

শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও  মৎস্য অধিদপ্তরের আয়োজনে চৌহালী সরকারি কলেজ কাঠাল বাগান চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা খন্দকার মাহবুবুল হক, উপজেলা আ’লীগের (ভারঃ)সভাপতি আবু নজির মিয়া, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প,প, কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার, উপজেলা মৎস্য অফিসার (ভার) মোঃ আইয়ুব আলী, সহকারি মৎস্য অফিসার মাসুম বিল্লাহ, ক্ষেত্র সহকারি মোঃ শফিকুল ইসলাম শফি, মোঃ আব্দুল্লাহ,চৌহালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল হাসান,সম্পাদক মোঃ আঃ লতিফ, সহ-সভাপতি আবু দাউদ রানা, মোঃ ইদ্রিস আলী, দেওয়ান আবুল বাশার  প্রমুখ।

সভায় ৯ ইঞ্চির নীচে সকল ইলিশ মাছ ধরা, বহন করা, বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য সকল জেলে ও মৎস্যজীবিদের আহ্বান জেলা মৎস্য অফিসার খন্দকার মাহবুবুল হক। 

Bootstrap Image Preview