Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইল ২৪ ঘন্টায় বোমা ফেলেছে গাজার ১০০ স্থানে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


ইসরাইলের সেনাবাহিনী ২৪ ঘন্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়।

শুক্রবার দিবাগত রাতে ইসরাইলি বাহিনী নিজেই এ তথ্য জানিয়েছে। 

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি। গত কিছু দিন ধরে ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল। গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।

Bootstrap Image Preview