Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ওসমানপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে মুহুরী প্রজেক্ট থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনজনের মধ্যে দুইজনের বাড়ি ইছাখালী এবং একজনের বাড়ি ওসমানপুর।

নিহতদের পরিচয় জানার জন্য বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি ইফতেখার বলেন, ঘটনাস্থলে মারা যাওয়ায় তাদের আর হাসপাতালে নেওয়া হয়নি। মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।    

Bootstrap Image Preview