Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩০ বেড়াল ধরতে খরচ ১ লাখ, প্রশাসনের টেন্ডার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিড়াল ধরতে টেন্ডার দিয়েছে ভারতের বেঙ্গালুরুর প্রশাসন। প্রশাসনের ৩০টি বেড়াল ধরতে খরচ হয় ১ লাখ টাকা। সেখানে বিড়ালের উৎপাতে নগরপ্রধানের বাসভবনে পরিবারের সদস্যরা নাজেহাল হয়ে গিয়েছেন। বিড়ালগুলো বাসভবনে একে অন্যের সঙ্গে খেলা করত, আর অতিথিদের বিরক্ত করত।

বিড়ালগুলো খাবার চুরি করে খাওয়া থেকে বাড়ির পোষ্য কুকুরগুলোকেও বিভিন্নভাবে বিরক্ত করছিল। অতিষ্ঠ হয়ে রাজভবনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বলা হয় সমস্যাটির সুরাহা করতে। কিন্তু বিড়াল ধরার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কর্মীই ছিল না প্রশাসনের।

শেষে টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে বিড়াল ধরার কাজ দেওয়া হয়। এতে ৩০টি বিড়াল ধরতে খরচ হয় ১ লাখ টাকা। তবে বেড়াল ধরতে ওই সংস্থাটি তাদের প্রশিক্ষিত কর্মী ও গাড়ি নিয়ে আসেন।

Bootstrap Image Preview