Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, সেপ্টেম্বার ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম পুলিশ লাইনসে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে নিহত পুলিশ সুপার এম শামসুল হকসহ ৮১ শহীদ পুলিশ কর্মকর্তার স্মরণে জাগ্রত ৭১ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে। এ উদ্দেশে আগামীকাল (১৪ মার্চ) চট্টগ্রাম যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত দক্ষিণ রাউজান, রাউজান হাইওয়ে থানার সাইট ও রাউজান থানা পরিদর্শন করবেন। এছাড়া রাউজান পূর্ব গুজারা তদন্ত কেন্দ্রও উদ্বোধন করবেন তিনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, ১৯৭১ সালের ২৮ মার্চ চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে হামলা চালায় পাক হানাদার বাহিনী। হামলার সঙ্গে সঙ্গে তৎকালীন পুলিশ সুপার এম শামসুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। সেই প্রতিরোধ যুদ্ধে পুলিশ সুপার এম শামসুল হকসহ ৮১ বাঙালি পুলিশ কর্মকর্তা শহীদ হন।

এর আগে তারা বীরত্বপূর্ণ সমরে ১ মেজরসহ ৭ পাক সেনা কর্মকর্তাকে খতম করেন। সেই স্মৃতি রক্ষার্থে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসে জাগ্রত ৭১ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে।

 

Bootstrap Image Preview