Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ সৌদির এক যুবরাজের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৮:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি যুবরাজ ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ মারা গেছেন। সৌদি রয়্যাল কোর্ট মঙ্গলবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানায়নি তারা।

সৌদির একটি সংবাদমাধ্যম জানিয়েছে,ফয়সাল বিন বান্দার নামের এ যুবরাজ অনেকটা নীরবেই চলাফেরা করতেন। তার মৃত্যুর পর দেখা গিয়েছে, ফুটবলপাড়াসহ ক্রীড়াঙ্গনে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহতে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সৌদি রাজপরিবারে মৃতদের দাফনের বিষয়টি অনেকটা গোপনেই সম্পন্ন করা হয়। তাই এ যুবরাজকে কোথায় দাফন করা হবে, তা জানা যায়নি।

Bootstrap Image Preview