Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলি সীমান্তে ৫১৭ বোতল ফেনসিডিলসহ গাঁজা উদ্ধার

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে মাদকদ্রব্য নিয়ে প্রবেশের সময় বিজিবির সাথে চোরাকারবারীর সংঘর্ষ। এসময় বিজিবি আত্মরক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে ৬ রাউন্ড ফাকা গুলি করেন। 

সোমবার (১১ মার্চ) ভোর রাতে সীমান্তের ২৮৭/২০ এস পিলার থেকে ৩'শ গজ দূরে বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, একদল চোরাকারবারী ভারত থেকে মাদকের বড় একটি চালান নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদের বিজিবির সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে।

পরে তারা বিজিবি সদস্যদেরকে পাল্টা আক্রমণ করার চেষ্ঠা করলে বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে ৬ রাউন্ড ফাকা গুলি করে।

এসময় চোরাকারবারীরা ভারতে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৫১৭ বোতল ফেনসিডিল ও ৪'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজাগুলি ধ্বংসকরণের লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।



 

Bootstrap Image Preview