'দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, হ্রাস করবে সম্পদ ও জীবনের ঝুঁকি' সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের নেতৃত্বে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত, বি ডি পি সি, এনডিপি ও মানবমুক্তি সংস্থার সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, মহিলা বিষয়ক অফিসার শামিম জাহিদ তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, সমবায় অফিসার লাভলু তালুকদার, আরএমও ডাঃ মোঃ মাসুম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইদ্রিস আলী, কে কে জোত পাড়া সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ লতিফুল ইসলাম, বিডিপিসির আব্দুস সামাদ, মানবমুক্তি সংস্থার রাসেল আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী সংস্থার সদস্যরা।
পরে চিত্রাংঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও মুহাঃ আবু তাহির বলেন, বন্যার সময় গ্রামের বসতভিটা উচু ও রান্নার পরে ঘরের চুলা নিভিয়ে রাখতে হবে এবং আশপাশের মানুষকে উদ্বুদ্ধ করে সবার সতর্ক থাকতে হবে। তবেই মানুষ অনাকাঙ্খিত দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে।