Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


দ্বিতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পাওয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস ও সহকারি রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো: শহিদুল ইসলাম জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলা।

প্রশিক্ষণে আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার, ভোটদান প্রক্রিয়া, প্রতিবন্ধীদের ভোটদানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, খাগড়াছড়ি নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদ হাসান, সিনিয়র সহকারি সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন বিপ্লব দেবনাথ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন পিপিএম, খাগড়াছড়ি জেলা নির্বাহি মেজিস্ট্রেট সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, উপজেলা সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ের তথ্যানুযায়ী মাটিরাঙ্গায় মোট ভোটার ৭৫ হাজার ৩'শ ১০ জন এবং ৩১টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়। 

Bootstrap Image Preview