Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ ভারতের আকাশে পাকিস্তানের স্পাই ড্রোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে ঢুকে পড়া পাকিস্তানি স্পাই ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে দেশটির নিরাপত্তারক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার রাজস্থান সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়া ওই ড্রোনকে গুলি করলে দ্রুত পালিয়ে যায়।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতের আকাশে প্রবেশের চেষ্টা করল পাকিস্তানি ড্রোন। ভারতের শ্রীগঙ্গানগরের কাছে হিন্দুমালাকোট সীমান্তে আজ ভোর ৫টার দিকে এই ড্রোনটি দেখা যায় বলে জানান এক বিএসএফ কর্মকর্তা। চোখে পড়া মাত্রই তারা এই ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেটি দ্রুত ফের পাকিস্তানে ফিরে যায়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা এয়ারস্ট্রাইক করেন। ওই দিন ভোর সাড়ে ৬টার দিকে পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ে গুজরাট সীমান্তে৷ নজরে আসার সঙ্গে সঙ্গেই সেটি লক্ষ্য করে গুলি করে নামানো হয়।

এরপর গত ৪ মার্চ বেলা ১১টা ৩০ মিনিটে ভারতের আকাশে চলে এসেছিল পাকিস্তানি ড্রোন। সঙ্গে সঙ্গে সেই ড্রোন মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হয়। এই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানের দিকে।

Bootstrap Image Preview