Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের প্রত্যাঘাতে একাধিক পাক সেনার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক বাঙ্কার। মৃত্যু হয়েছে কয়েক জন পাক সেনার। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

ভারতের ছোঁড়া মর্টারে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে ক্ষয়ক্ষতি হয়। বেশ কিছু বাড়ির ছাদে গর্ত তৈরি হয়। এছাড়া গুরুতর জখম হন স্পেশাল পুলিশ অফিসার। তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত।

রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রত্যাঘাতে চারটি পাক বাঙ্কার ধুলিসাৎ হয়ে গিয়েছে। এছাড়া কয়েকজন পাক সেনাকেও খতম করেছে ভারতীয় জওয়ানরা। অনেক রাত অবধি দুই পক্ষের মধ্যে ফায়ারিং চলে। এবার ভারতের থেকে পাকিস্তানে ক্ষয়ক্ষতির বহর অনেক বেশি।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলার পর সীমান্তে উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছে৷ বেসরকারি সূত্র মতে, এই তিন সপ্তাহে ১০০বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা৷ এই সময়ের মধ্যে চার স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের৷

সীমান্ত বরাবর ৮০টি গ্রাম ক্ষতিগ্রস্ত৷ স্বাভাবিক জীবন সেখানে ব্যাহত হচ্ছে৷ নিরাপত্তার খাতিরে তাদের সীমান্ত এলাকা থেকে দুরে নিয়ে যাওয়া হয়েছে৷

Bootstrap Image Preview