Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুনের সূত্রপাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:৫৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ওয়াহেদ ম্যানশনের দোতলার কেমিক্যাল গোডাউন থেকে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়।

মন্ত্রীর দফতরে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি) প্রদীপ রঞ্জন চক্রবর্তী এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি এবং বৈদ্যুতিক শট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়নি। ওই ভবনের দোতলার কেমিক্যাল গোডাউনে কোনো লিকেজ থেকে আগুনের শুরু হয়।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামীকাল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৭১ জন।

Bootstrap Image Preview