Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যের যাদুতেই বাংলার আপামোর জন সাধারণ মুক্তির নেশায় ঝাঁপিয়ে পরেছিলো মুক্তি সংগ্রামে, স্বাধীন করেছিলো পূর্ব পাকিস্তান নামক প্রদেশটি হয়েছিলো স্বাধীন বাংলাদেশ৷ এই ঐতিহাসিক ভাষণটি স্মরণীয় করে রাখার জন্য সারা দেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে৷ উক্ত প্রতিযোগিতায় রেহাইকাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র রিদওয়ান আহমাদ এ ভাষণ দিয়ে সবাইকে মুগ্ধ করে৷ 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক  শিক্ষা অফিসার তাহিরা জান্নাত দীপ্তি, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী, সেলিমুউর রেজা,  কে কে জোত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফুল ইসলাম সহ প্রমূখ৷ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ 

Bootstrap Image Preview