Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার জজকোর্টের লিফট ছিঁড়ে আহত ১২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর জজকোর্ট ভবনের পুরাতন লিফট ছিঁড়ে পড়ে ১২ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কোর্ট এলাকায় দায়িত্বরত এসআই ফারুখ জানান, সকালে বিচারপ্রার্থী ও আইনজীবী মিলে মোট ১২ জন ওই লিফটে করে জজকোর্ট ভবনের ছয়তলায় উঠছিল। এ সময় হঠাৎ লিফটি ছিঁড়ে যায়। এতে ওই ১২ জনই আহত হয়।

তারা সবাই অচেতন অবস্থায় ছিল। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহানগর দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে ১২জন আহত হয়। 

এ ঘটনায় ইতোমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

Bootstrap Image Preview