পঞ্চম ধাপে ১০ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ১০ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ২১ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হবে।
বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবির সুনামগঞ্জ’র অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক বলেন, জাতীয় নির্বাচনে আমাদের বিজিবি প্লাটুনের সংখ্যা ছিল ১৫, এবার উপজেলা পরিষদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে আমরা তা ২১ প্লাটুনে উন্নিত করেছি। আজ বৃহস্পতিবার সকাল থেকে আমাদের প্রতিটি প্লাটুনে থাকা বিজিবি সদস্যরা দায়িত্বপালনে পূর্ব নির্ধারিত যার যার নির্বাচনী এলাকায় পৌছে যাবে এবং যথারীতি ৮ মার্চ শুক্রবার থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ও টহল ব্যবস্থা জোরদার করবে।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে যারা যে উপজেলায় দায়িত্বরত ছিলেন আমরা তাদের সেখানেই রেখেছি। কারণ তাদের নতুন করে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র চিনতে সমস্যা হবে না। এখানে উপজেলা ও জেলা পর্যায়ে সকলের সাথে আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে।
তিনি বলেন, প্রতি উপজেলায় দুটি করে ১ উপজেলায় মোট ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে এবং ১ প্লাটুন বিজিবি সদস্য রির্জাভ হিসেবে রাখা থাকবে। তাছাড়া নির্বাচনের দিন কোনো রকম বিশৃঙ্খলা ও সহিংতা প্রতিরোধে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সব সময় প্রস্তুত রাখা হয়েছে।