অবশেষে বনানী লেকেই ভেসে উঠলো নিখোঁজ কিশোর সোহাগের(১৬) লাশ। সোহাগ কড়াইল বস্তির বউবাজার এলাকায় থাকতো বলে জানা গেছে।
নিখোঁজের দুইদিন পর আজ বুধবার দুপুরে বনানী লেকে সোহাগের লাশটি দেখা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে দুপুর ১টা ৫ মিনিটে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মার্চ সোমবার সোহাগসহ তিন কিশোর বনানী লেকের পাড়ে বসা ছিল। হঠাৎ এক ব্যক্তি তাদের ধাওয়া দিয়ে সে দৌড়ানোর সময় লেকের ১১ নম্বর রোডের আনসার ক্যাম্পের পাশের অংশে পড়ে যায়। এরপর থেকে আর তাকে পাওয়া যায়নি। তৎক্ষণাৎ তারা ফায়ার সার্ভিস ও জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দেন। এর কয়েক মিনিট পর থেকেই তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেদিন রাতে অভিযানে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে আবারও অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর আজ দুপুরে ভেসে ওঠে তার লাশ।
সোহাগের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ‘দুপুরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপরই মরদেহ বনানী থানা পুলিশে হস্তান্তর করা হয়।’