নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে রাজধানীর বসুন্ধরা এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ‘কাসুন্দি’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ক্যান্টিনটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মাদ শাহরিয়ার। এই অভিযানে সহযোগিতা করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)।
এ ব্যাপারে মনজুর মোহাম্মাদ শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি লিডিং ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ে তদারকি কার্যক্রম চলাকালে আমরা দেখতে পাই পোড়া তেল, খাবারের বাসনগুলো অত্যন্ত নোংরা, আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্যের ব্যবহার এবং অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশ। এই কারণে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’