বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার ও কটুক্তিকারী শুভ কুমারকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে বগুড়া জেলা কারাগার থেকে তাকে ধুনট থানা হেফাজতে নেওয়া হয়। শুভ কুমার উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে শুভ কুমার (২০) পেশায় জুয়েলারী কারিগর। সে মথুরাপুর বাজারে বৈশাখী জুয়েলার্সে কাজ করতো। গত ২৫ ফেব্রুয়ারি শুভ কুমার নিজস্ব ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে। এছাড়া একই ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রচার করে।
এ ঘটনায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান হারুন-অর-রশিদ সেলিম বাদী হয়ে শুভ কুমারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ২৮ ফেব্রুয়ারি মথুরাপুর বাজার এলাকা থেকে শুভ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ মার্চ ৭ দিনের রিমান্ড চেয়ে থানা থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এ দিকে শুভ কুমারের ফাঁসির দাবিতে ২ মার্চ বিকেলের দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ওলামা তুলাবা ও সর্বস্তরের মুসলমান মানুষের উদ্যেগে প্রায় ৩০ মিনিট ধরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ অপরাধের সাথে আরো কেউ জড়িত ছিল কিনা এ বিষয়টি খতিয়ে দেখার জন্য শুভ কুমারকে রিমান্ডে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে শুভ কুমার যে তথ্য দিয়েছে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।