Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৬ মামলার আসামি রশিদা আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও প্রায় দেড় ডজন মামলার আসামি রশিদাকে ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশ আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। রশিদা সদর উপজেলার আকন্দবাড়িয়া কেরু ফার্ম পাড়ার রবিউল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় এসআই আফজাল বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে।

আফজাল হোসেন জানান, এলাকার চিহৃত মাদক সম্রাজ্ঞী রশিদা। তার বিরুদ্ধে ১৫ টি মাদক মামলা চলমান রয়েছে। এটিনিয়ে মোট ১৬টি মাদক মামলা আসমি রশিদা। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেরা কারাগারে আটক রাখার আদেশ দেন।

Bootstrap Image Preview