Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যত দ্রুত সম্ভব যুদ্ধ বিমানের ককপিটে ফিরতে চান অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আর অপেক্ষা করতে পারছেন না। দ্রুতই আবার বিমানের ককপিটে ফিরতে উৎসাহি ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

ভারতীয় সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে ফেরার পর বর্তমানে নয়া দিল্লির রিসার্চ ও রেফারেল সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনন্দন। গত দুইদিন ধরে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসক ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে অভিনন্দন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আবার যুদ্ধ বিমানের ককপিটে ফিরতে চান।

বর্তমানে রিসার্চ ও রেফারেল সামরিক হাসপাতালের এক দল চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন ভারতীয় ওই পাইলট। কিন্তু সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ ককপিটে ফেরাতে তাকে শিগগিরিই নিশ্চিত করা হবে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির একদিন পর শনিবার অভিনন্দন জানিয়েছিলেন, বন্দীদশায় পাকিস্তানি সেনারা তাকে কোনো রকম শারীরিক নির্যাতন করেনি। তবে মানসিক নির্যাতনের কথা তিনি উল্লেখ করেছিলেন। যদিও পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছিল, জেনেভা চুক্তির জন্য তারা অভিনন্দনের গায়ে হাত দেয়নি।

তবে সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট জানিয়েছে, ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনের ডাক্তারি পরীক্ষায় বুকের পাঁজরে আঘাতের চিহ্ন ধরা পড়েছে। পাইলটের গায়ে এই আঘাত পাকিস্তানের স্থানীয় বাসিন্দাদের হাতে মার খাওয়ার ফল বলে মনে করছেন ভারতীয় চিকিৎসকরা।

গত বুধবার নিজেদের আকাশসীমা থেকে দুটি ভারতীয় জেট বিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এর পর ভারতীয় পাইলট অভিনন্দনকে বন্দি করা হয়। সেখান থেকে গত ১লা মার্চ পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা হিসেবে তাকে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠান।

Bootstrap Image Preview