Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফরিদপুরের সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুমি আক্তার (১৪) নামে এক মাদরাসার ছাত্রী।

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমি আক্তার ঐ গ্রামের ফারুক মোল্যার মেয়ে ও মাঝারদিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মাদরাসা পড়ুয়া ৯ম শ্রেণির ছাত্রী সুমি আক্তারকে একই গ্রামের নুরুল হক মোল্যার ছেলে কবির মোল্যার সাথে সোমবার বিবাহের দিন ধার্য করা হয়। দুপুরে বরপক্ষ কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির হয়।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এ সময় বর কবিরকে আটক করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview