Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার মানুষের মূত্র সংরক্ষণ করতে বললেন বিজেপি মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি বলেছেন, ইউরিয়া আমদানির প্রয়োজন নেই, মানুষের মূত্র সংরক্ষণ করলেই হবে। এছাড়া মূত্র সংরক্ষণ করলে ভারতকে আর দেশের বাইরে থেকে মূল্যবান সার আমদানি করতে হবে না।

রবিবার মহারাষ্ট্রের নাগপুরের এক সভায় দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী এসব প্রস্তাবের কথা বলেন।

এছাড়া তিনি বিমানবন্দর থেকে মূত্র সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন। নিতিন বলেন, জৈব সার হিসেবে মানুষের মূত্র ব্যবহার করা যেতে পারে।

প্রাকৃতিক উপায়ে কিভাবে জৈব সার তৈরি করা যেতে পারে, সে প্রসঙ্গে নিতিন বলেন, মানুষের মূত্র সংরক্ষণ করলে তা থেকে অ্যামোনিয়াম সালফেট ও নাইট্রোজেন পাওয়া সম্ভব।

এসময় তিনি আরো বলেন, আমরা ইউরিয়া আমদানি করি। কিন্তু যদি সারা দেশজুড়ে মূত্র সংরক্ষণ করা যায়, তবে কিছুই আর ফেলা যাবে না।

অন্য কেউ আমার প্রস্তাবে সহমত হতে চান না। কারণ আমার প্রস্তাবগুলো অভিনব, উল্লেখ করেন এ মন্ত্রী।

নিতিন কুমারের এমন প্রস্তাবের অনেকে সমালোচনা করেছেন।

কয়েক বছর আগে নিতিন বলেছিলেন, নিজের মূত্র সংরক্ষণ করেন তিনি। দিল্লির বাংলোর বাগানে সার হিসেবে ব্যবহারও করেন।এমনকি এর ফলে তার বাগানের ফলন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Bootstrap Image Preview