Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯ দফা দাবিতে ফের আন্দোলনে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:৪৩ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview


বকেয়া মজুরি, গ্রাইচুইটি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আবারো আন্দোলনে নেমেছে খুলনার অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

কর্মসূচির প্রথম দিনে সোমবার সকালে শ্রমিকরা খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল বের করে। এতে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ও ইস্টার্ন মিলের শ্রমিকরা অংশ নেয়। এর আগে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক নেতারা গেট সভার মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়।

এসময় বক্তৃতা করেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকন, কাওসার আলী মৃধা, মো. মুরাদ হোসেন, মো. সোহরাব হোসেন, হেমায়েত উদ্দিন আজাদী, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, মিন্টু গাজী।

কর্মসূচি অনুযায়ী আগামী ৮ মার্চ পাটকলে শ্রমিক সমাবেশ, ১০ মার্চ লাল পতাকা মিছিল, ১২ মার্চ ধর্মঘট পালন, ১৯ মার্চ থেকে ৪৮ ঘন্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Bootstrap Image Preview