Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবী শেঠী আসার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে: হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:২০ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০১:২০ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠী আসার পর মেডিকেল বোর্ডের মিটিংয়ে বসার কথা রয়েছে। পরবর্তী চিকিৎসা কি হবে সেটাও সেখানে নির্ধারণ করা হবে।  তাছাড়া তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে কি না সেটাও ওই বোর্ড সিদ্ধান্ত নিবে।

আজ সোমবার সকালে ওবায়দুল কাদেরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হানিফ বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদকের অবস্থা আগের চেয়ে ভালো। শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি এমন উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার পর তিনি সুস্থ্য হয়ে উঠবেন ইনশাল্লাহ। সর্বোপরি আমরা আশাবাদী।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে নতুন মেডিকেল বোর্ড।

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ও আগে গঠিত ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন এ মেডিকেল বোর্ড গঠিত হবে।

তিনি বলেন, হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের দল চিকিৎসা কার্যে নিয়োজিত রয়েছেন। এছাড়া মেডিকেল বোর্ডের সঙ্গে দেবী শেঠীর বৈঠক হওয়ার কথা রয়েছে। বেলা একটার দিকে এ নতুন মেডিকেল বোর্ডের মিটিংয়ে বসার কথা রয়েছে। সেখানেই সব সিদ্ধান্ত হবে।

Bootstrap Image Preview