ফুল সৌন্দর্যের প্রতীক। এর মধ্যে আবার গোলাপকে রাণী হিসেবে গণ্য করা হয়ে থাকে। তবে সাধারণ দামের পাশাপাশি রয়েছে অমূল্য কিছু ফুল। এই তালিকার প্রথমেই রয়েছে কাদুপুল। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জুলিয়েট রোজ।
বিশ্বের সবচেয়ে দামি ফুলের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জুলিয়েট রোজের প্রতিটির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৬ কোটি টাকা। এটি এক ধরনের গোলাপ। সাধারণ গোলাপের চেয়ে আকারে বেশ বড় আর ছড়ানো এই গোলাপ ২০০৬ সালে ব্রিটেনের 'চেলসি ফ্লাওয়ার শো'-তে প্রথম অবমুক্ত হয়।
ব্রিটিশ গোলাপ চাষী ডেভিড অস্টিন জানান, গোলাপের এই জাতটি 'উদ্ভাবন' করতে তার লেগে গিয়েছে প্রায় ১৫ বছর। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ।