Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ ফার্মগেটে প্রাইভেটকারে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


রাজধানীর ফার্মগেটে পুলিশ বক্সের আকস্মিকভাবে পাশে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২১৬১৯২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৩ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বলছে, সিগন্যালের সবার সামনে দাঁড়িয়ে থাকার কারণে আগুন ছড়িয়ে পড়েনি। সিগন্যালের সামনে না থেকে যদি রাস্তার মাঝে থাকতো তাহলে অন্য যানবাহনের আগুন ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া বলেন, ফার্মগেটে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে মর্মে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে স্টেশনে খবর আসে। পরে নিজে নেতৃত্ব দিয়ে তড়িৎ গতিতে ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সব মিলে ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও বলেন, প্রাইভেটকারটির চালক সিরাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, খামারবাড়ি থেকে ফার্মগেট ঢোকার মুখে আলরাজি হাসপাতালের সামনের সিগন্যালে দাঁড়ানো ছিল প্রাইভেটকারটি। এ সময় হঠাৎ ধোয়া বের হয় এবং পরে আগুন লেগে যায়।

চালক সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটির মালিক জাহাঙ্গীর হোসেন (পিতা আবুল হাসান)।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, 'ফার্মগেট পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ করে প্রাইভেট কারে আগুন লেগে যায়। এতে কারটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ গাড়িটি থানা হেফাজতে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির ফিল্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।'

Bootstrap Image Preview