গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানগণ।
রবিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যান ও ফরিদপুর কোতয়ালী থানা আওয়মী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লার নেতৃত্বে পরিষদের অন্য সদস্যগণ এবং সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদের নব-নির্বাচিত সদস্যগণ টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং সমাধিবেদীতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা জাতির পিতার স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ফদিরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর কোতুয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম সরোয়ার হোসেন সন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃ ফরিদা ইয়াসমিন, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার (লেভী), চাঁদপুর ইউপি-চেয়ারম্যান সামসুন্নাহার মুহিত এবং সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নব-নির্বাচিত ভিপি নূর হোসেন মারুফ ও জিএস আসিফ ইমতিয়াজ সজল সহ বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।