Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মারা গেলেন নোবেল বিজয়ী রুশ বিজ্ঞানী আলফেরভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মারা গেলেন পদার্থ বিদ্যায় নোবেল বিজয়ী রুশ বিজ্ঞানী ঝোরেস আলফেরভ। সেমি-কনডাক্টর ও লেজার প্রযুক্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান।

রাশিয়ার স্থানীয় সময় ৩ মার্চ, রবিবার সেন্ট পিটার্সবার্গে ৮৮ বছর বয়সে মারা গেছেন এই বিজ্ঞানী। 

আলফেরভ ২০০০ সালে নোবেল পুরস্কার পান। ১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার পরে তিনি প্রথম রুশ নাগরিক যিনি নোবেল পুরষ্কার পান। পদার্থ বিজ্ঞানী আলফেরভ সংসদে নিম্নকক্ষের কমিউনিস্ট ডেপুটি ছিলেন। আজ স্যাটেলাইট থেকে শুরু করে মোবাইল ফোন, এমন কি বারকোডেও যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আলফেরভ সেই প্রযুক্তিক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি জার্মান বংশদ্ভুত হার্বার্ট ক্রোয়েমার ও যুক্তরাষ্ট্রের জ্যাক কিলবির সঙ্গে যুগপৎ এই পুরস্কার পান।

Bootstrap Image Preview