Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান হামলার ছবি নিয়ে মুখ খুললো ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা করে ৩০০ জঙ্গি হত্যার দাবি করে ভারতীয় বিমানবাহিনী। এদিকে পাকিস্তান দাবি করছে ভারতীয় সেনারা ফাঁকা জায়গায় বোমা নিক্ষেপ করেছে। এই অবস্থায় ভারতরে বিভিন্ন মহল ও পাকিস্তানের পক্ষ থেকে জঙ্গি হত্যার প্রমাণ চাওয়া হলে ভারতীয় সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, তাদের কাছে এই হামলার প্রমাণ রয়েছে। কিন্তু তা সরকার ঠিক করবে কবে সামনে আসবে।

ভারতীয় সেনাবাহিনী বলছে বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে বিমান হামলার ছবি তাদের কাছে রয়েছে। তবে তা প্রকাশ করা হবে কিনা, সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে।

প্রসঙ্গত, গত মাসের ২৬ তারিখ পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশে বালাকোটে জইশ ঘাঁটিতে বিমান হামলা করে ভারত। এই বিমান হামলায় ৩০০-রও বেশি জঙ্গি খতম হয়। কিন্তু এরপরে বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয় যে তেমন কোনও ক্ষয়ক্ষতিই হয়নি।

সূত্র: কলকাতা২৪

Bootstrap Image Preview