Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শত্রুতার জেরে বিষ দিয়ে ৪ লক্ষ টাকার মাছ নিধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০২:৫২ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:৫২ PM

bdmorning Image Preview


পূর্বশত্রুতার জের ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় চার লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া মিলেছে।

বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের মাছচাষি হোসেন আলীর পুকুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল শুক্রবার(১ মার্চ) হোসেন আলী তার ভাই হাসেম রেজার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে হোসেন আলী উল্লেখ করেন, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের মাছচাষি হোসেন আলী। গ্রামের জঙ্গলমারা নামক এলাকায় তার ছয় বিঘা আয়তনের পুকুর রয়েছে।

গত বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের বেলায় কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। গতকাল সুক্রবার(১ মার্চ) সকালে স্থানীয় লোকজন পুকুরে মাছ ভাসতে দেখে হোসেন আলীকে খবর দেন। ততক্ষণে পুকুরের সব মাছ মরে যায়।

হোসেন আলী অভিযোগ করেন, ‘আমার সঙ্গে হাসেম রেজার জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলে আসছে। সেই মামলায় সুবিধা করতে না পেরে তিনি দুর্বৃত্তদের দিয়ে পুকুরে বিষ প্রয়োগ করেন।

Bootstrap Image Preview