Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লাগানো মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) সকাল ৬টার দিকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সকালে চট্টগ্রাম থেকে তুর্ণা নিশিতা নামে ট্রেনটি ঢাকায় আসছিলো। অজ্ঞাত ওই ব্যক্তি বনানী এলাকায় ওভারব্রিজের নিচে রেললাইন পার হওয়া সময় ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। পরে ওই অবস্থায়ই ট্রেনটি কমলাপুরের রেলস্টেশনে পৌঁছানোর পরে ইঞ্জিনের সঙ্গে আটকানো অবস্থার সকাল ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview